খেলা-বিনোদন

প্রোটিয়াদের বিপক্ষে টেস্টে লজ্জার রেকর্ড ভারতের

মুক্তমন ডেস্ক: কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ৫৫ রানে গুটিয়ে দিয়ে বেশ ভালো অবস্থানেই ছিল ভারত। ৪ উইকেটেই তুলে ফেলেছিল ১৫৩ রান। সেখান থেকে কিনা এমন বিপর্যয়!

আর কোনো রানই যোগ করতে পারেনি রোহিত শর্মার দল। শূন্য রানে হারিয়েছে শেষ ৬ উইকেট। ৩৪.৫ ওভারে ১৫৩-তেই অলআউট।

টেস্ট ইতিহাসে এবারই প্রথমবার কোনো দল একটি নির্দিষ্ট রানে ৬টি উইকেট হারালো। ফলে নতুন এক লজ্জার রেকর্ডে নাম লেখালো ভারত।

ভারতের ইনিংসে ৬ ব্যাটার আউট হয়েছেন শূন্য রানে। তারা হলেন-জসশ্বী জ্যাসওয়েল, শ্রেয়াস আয়ার, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ এবং প্রসিধ কৃষ্ণা।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে ৬ ব্যাটারের শূন্য রানে আউট হওয়ার ঘটনা আজসহ আটবার। এর মধ্যে ভারত দুইবার, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড আছে একবার করে।

তবে টেস্টে লজ্জার এই রেকর্ডে সবচেয়ে বেশিবার নাম তুলেছে বাংলাদেশ। টেস্টে এক ইনিংসে ৬ ব্যাটারের শূন্য রানে আউট হওয়ার ঘটনা বাংলাদেশের আছে তিনবার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button