মত প্রকাশ

প্রতারণামুলক ধার্মিকতা, বেধর্মি থেকেও ভয়াবহ!

ওমরাহ করার হার খুব বেড়ে গেছে। আশে পাশে অনেকেই টাকার গরমে হুটহাট একাধিকবার ওমরা করে ফেলছে। ট্রাভেল এজেন্টদের বিভিন্ন অফার ও এতে ভুমিকা রাখছে। ইহরামের পোষাকসমেত ছবিতে অনেকের ফেসবুক ওয়াল ঝলমল করছে। শুধু নুর আর নুর। কাউকে থাইল্যান্ডের নাইটক্লাবের গল্পের সাথে ওমরাহ করার গল্প বলতে ও শোনা যাচ্ছে। মন শুধু ঘুরছে। মূহুর্তে ব্যাংকক এর বার থেকে মক্কা গিয়ে পাপমুক্তি নিয়ে আবার পাতায়া চলে যাচ্ছে। বিভিন্ন তালের লোক বিভিন্ন তালে ওমরাহ করছে। টাকার ইবাদতে ঘুরাঘুরির মজা ও কম নয়। সবচেয়ে দুশ্চরিত্রবান লোকটি ও এখন একাধিকবার ওমরায় যায় তবে চরিত্র পাল্টায়না, কিন্তু ওমরার চেয়ে কুচরিত্র পাল্টানো বেশী জরুরী আল্লাহর কাছে।

ওমরাহ অতিরিক্ত কর্তব্য আর দান-সদাকা ফরয দায়ীত্ব কিন্তু কয়জন মুসলিমই এই গুরুত্ব দেয় যে নিজ পরিবার, আত্মীয় বা সমাজের দারিদ্রতা বিমোচনের পরে ওমরা করবে? চারিদিকে লোক দেখানো ইবাদতের হিড়িক। লোক দেখানো দান-খয়রাত আর মানব সেবার ফাঁপা বেলুন ওড়ানো। প্রচারণাহীন দানে এই দেশের লোক খুব একটা মজা পায়না।

এদিকে নায়িকারা স্বল্প পোষাকে নাচ বিক্রি করে ওমরায় যাচ্ছে। ব্যবসায়ীরা নিত্যপন্যের বাজারে আগুন লাগিয়ে কাবা শরীফে পৌছে মানুষের জন্য দোয়া করছে, টাকা পাচারকারী দেশকে পঙ্গু করে ওমরায় গিয়ে কালো টাকা সাদা করছে, রাজনীতিবিদরা শোষণের পাপমুক্তির জন্য সৌদি রাজপরিবারের বিশেষ অতিথি হয়ে একেবারে হেরেমের ভেতরে ঢুকে নামাজ পড়ছে।

ইবাদত আমরা টাকায় কিনি আর সৌদি বিক্রি করে, অদ্ভুত বটে! প্রতি বছর হজ্জ ও ওমরা বাবদ সৌদি আরব আনুমানিক $12 বিলিয়ন রাজস্ব আহরণ করে যা তাদের অপরিশোধিত তেল বিক্রির আয়ের চেয়ে ও বেশী। কোন কোন রিপোর্ট অনুসারে এই অংক সৌদির মোট রাজস্বের 30%। মানে কারো ইবাদত, কারো আয়ের পথ। উইন উইন সিচুয়েশন!

যাই হোক যেকোন ভালো কাজ মানুষকে করতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে, তবে সবচেয়ে জরুরী নিজেকে মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হতে হবে। মানুষ হওয়ার যথেষ্ট উপাদান কুরআনে আছে। চারিদিকে হাজী সাহেবের অভাব নেই কিন্তু মানুষের অভাব প্রকট। দেখা যায় রাসুলের রওজায় যাওয়ার জন্য ব্যাকুল ও পেরেশান আশেকে রাসুলের হয়তো ন্যুন্যতম মনুষ্যত্ববোধ ও নেই। অনেকেই আল্লাহর অনেক আদেশ নিষেধের ধার ধারেনা কিন্তু হজ্জ বা ওমরা করে নিজের মত করে বেগুণাহ মাসুম হয়ে যায়। কিন্তু মুসলিম না হয়ে হাজী হয়ে কি লাভ? আল্লাহ কি শেখাতে চাইল, আমরা কি শিখছি ?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button